শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
বেনাপোল-যশোর-ঢাকা রুট

৩ ডিসেম্বর রেলপথ অবরোধের ঘোষণা

দুই ট্রেনসহ ছয় দফা দাবি
স্টাফ রিপোর্টার, যশোর
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
৩ ডিসেম্বর রেলপথ অবরোধের ঘোষণা

যশোর-ঢাকা পদ্মা সেতু লিংক প্রজেক্টে ঢাকা-নড়াইল রুটের উদ্বোধনী দিনে যশোর-বেনাপোল রুটে ট্রেন চলবে কিনা- তা নিয়ে ধোঁয়াশা থাকায় ক্ষোভ প্রকাশ করে আগামী ৩ ডিসেম্বর যশোরে রেলপথ প্রতীকী অবরোধের ঘোষণা দিয়েছেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতারা। বুধবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী দিনে বেনাপোল-যশোর-নড়াইল-ঢাকা রুটে ২টি ট্রেন চালানোসহ ৬ দফা দাবিতে অবরোধের ঘোষণা দেওয়া হয়।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক জিলস্নুর রহমান ভিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, '২০ নভেম্বর আমরা রেল ভবনে রেল সচিব আবদুল বাকী ও রেলের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর সঙ্গে কথা বলি। রেলের মহাপরিচালক বলেছিলেন, খুলনা-নড়াইল-ঢাকা, ঢাকা-নড়াইল-যশোর, যশোর-নড়াইল-ঢাকা ও ঢাকা-নড়াইল-খুলনা রুটে একটি ট্রেন চালানোর কথা ভাবছেন। আরও বলেছিলেন রাজবাড়ী কুষ্টিয়া অবরোধ করছে, তাই ওই রুট থেকে ট্রেন সরানো যাবে না। আমরা দেখলাম ঢাকা-নড়াইল-খুলনা রুটে পরীক্ষামূলক ট্রেন চালানো হলেও যশোর-বেনাপোল রুটে ট্রেন চালানো হয়নি। আদৌও যশোর-বেনাপোলে উদ্বোধনী দিনে উক্ত ট্রেন চলবে কিনা তা পরিষ্কার নয়। তাই বাধ্য হয়ে আমরা যশোরবাসী আগামী ৩ ডিসেম্বর দুপুর ১টায় প্রতীকী রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হচ্ছি। আমাদের দাবি না মানলে আমরাও কঠোর অবরোধে যেতে বাধ্য হব।'

সভায় ৩০ নভেম্বর শনিবার বেলা ১১টায় যশোর রেল স্টেশন পস্নাটফর্মে এক সংবাদ সম্মেলনের কর্মসূচি গৃহীত হয়। উক্ত সংবাদ সম্মেলন থেকে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির বক্তব্য তথা যশোরবাসীর বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলন ও রেলপথ অবরোধে যশোরের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ইঞ্জি. রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক অ্যাড. আমিনুর রহমান হিরু, যুগ্ম আহ্বায়ক ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, তসলিম উর রহমান, অ্যাড আবুল হোসেন, হারুন অর রশিদ, অ্যাড মাহমুদ হাসান বুলু, নাজিমউদ্দীন, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান মিলন, নাসির উদ্দিন আহমেদ শেফার্ড, সখিনা বেগম দিপ্তি, শেখ আলাউদ্দিন, কামাল হাসান পলাশ, সওগাত কামাল দ্বীপ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে