নরওয়ে সরকারের অর্থায়নে ইউনাইটেড নেশনস্ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইউনিডো) কারিগরি সহায়তায় এবং পরিবেশ অধিদপ্তর কর্তৃক 'ইন্ট্রিগ্রেডেট অ্যাপ্রোচ টু ওয়ার্ডস্ সাইটেইনেবল পস্নাস্টিকস্ ইউজ অ্যান্ড মেরিন লিটার প্রিভেনশন ইন বাংলাদেশ' শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় পর্যটন স্পটে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি, ক্লিন-আপন কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। পলিথিন/পলিপ্রপাইলিন শপিং ব্যাগসহ পস্নাস্টিক বর্জ্যের বিরুদ্ধে বিদ্যমান সরকারের নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন এবং রিসাইকেলযোগ্য পস্নাস্টিক বা পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের লক্ষ্যে আয়োজিত এই কিস্নন-আপ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশে ইউনিডো-এর কান্ট্রি-রিপ্রেজেন্টেটিভ জাকি উজ জামান পিএইচডি, ইউনিডো-এর ন্যাশনাল এক্সপার্ট এস এম আরাফাত, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ, পরিবেশ ও পরিছন্নতা আন্দোলনে কর্মরত ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনের তিন শতাধিক কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নেতা, বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় জনসাধারণ ও স্বেচ্ছাসেবীরা। এই কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল- স্থানীয় পর্যায়ে পস্নাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাত করার লক্ষ্যে সার্কুলার ইকোনমি অনুসরণ এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করা।
আলোচনা সভা ও ক্লিন-আপ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা শেখ মুজাহিদ, স্থানীয় করোনাযোদ্ধা ও পরিবেশ আন্দোলনের নেতা সানাউলস্নাহ, স্থানীয় বিজয়ধ্বনি পরিবেশ সংগঠনের সভাপতি ফারুক হোসেন, স্থানীয় পরিবেশকর্মী মোহাম্মদ হোসেন, তারুণ্যের সোনারগাঁ ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুলস্নাহ আল মামুন, স্থানীয় সাংবাদিক এবং বিডি ক্লিন-এর সভাপতি কামরুজ্জামান রানা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি