ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী, বুয়েট মেকানিক্যাল ৯৯ ব্যাচের ছাত্র মো. আশরাফুল হাবিব চৌধুরী বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের পক্ষ থেকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান মরহুমের মৃতু্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। সংবাদ বিজ্ঞপ্তি