বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে দায়ের করা মামলায়র্ যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল।
তারা হলেন, সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
তাদের আগামী সোমবার গুমের অভিযোগ দায়ের করা মামলায় হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল।
বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দুই সদস্যের ট্রাইবু্যনাল এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের প্রসিকিউটর গাজী এমএইচ
তামিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের ওমর খানের মৃতু্যর মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। গুমের অভিযোগে ট্রাইবু্যনালে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের হাজির করার জন্য বুধবার আবেদন করেছিলাম।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে অসংখ্য গুম ও নির্যাতনের অভিযোগ রয়েছে। গুম কমিশন তদন্ত করছে। গুম কমিশনের প্রাথমিক তদন্তে সত্যতাও মিলেছে। ট্রাইবু্যনালে রিপোর্ট দাখিলের প্রেক্ষিতে আজকে দুটি দরখাস্তের মাধ্যমে ট্রাইবু্যনালের নজরে আনা হয়েছে। ট্রাইবু্যনাল আবেদন দুটি মঞ্জুর করেছেন। আগামী সোমবার অভিযুক্ত দুই সাবেক র?্যাব কর্মকর্তাকে ট্রাইবু্যনালে উপস্থাপনের জন্য আদেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুজনের বিরুদ্ধে একাধিক গুম ও গুমের পর নির্যাতনের অভিযোগ আছে। যেটি আমরা ট্রাইবু্যনালকে শুনিয়েছি। ট্রাইবু্যনালের আইনে আগে গুমের ব্যাখ্যা ছিল কনসাইনমেন্ট টর্চার অ্যান্ড অ্যাবডাকশন মিলিয়ে। ২০২৪ সালের অ্যামেনমেন্ডের পরে ট্রাইবু্যনালের আইনে ফোর্সফুলি ডিজএপিয়ার শব্দের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমকে অপরাধ ঘোষণা করা হয়েছে। সেই অপরাধের বিচার এই ট্রাইবু্যনাল করতে পারবে। সেই আইনেই মূলত গুমের অভিযোগে অভিযুক্ত সাবেক দুই র?্যাব কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে হাজির করার আবেদন করেছিলাম।