শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

জাতীয় ঐক্যে জামায়াতের সাড়া

যাযাদি রিপোর্ট
  ২৯ নভেম্বর ২০২৪, ০০:০০
জাতীয় ঐক্যে জামায়াতের সাড়া
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান -স্টার মেইল

দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্য প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, বিএনপি জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছে তার সঙ্গে তারা একমত, এখানে তাদের কোনো দ্বিমত নেই। একই সঙ্গে নূ্যনতম সংস্কার যেগুলো দরকার, সেগুলো যতদ্রম্নত সম্ভব করে নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলেও মনে করছে দলটি।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

ব্রিফিংকালে 'দেশ আমাদের সবার' উলেস্নখ করে শফিকুর রহমান বলেন, 'জাতি, ধর্ম, দল-মতনির্বিশেষে সবাই মিলে জাতীয় ঐক্য আরও কীভাবে দৃঢ় করা যায়, প্রশাসনে আরও কীভাবে গতি আনা যায়- এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আলোচনা হয়েছে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটাতে মানুষের কষ্ট হচ্ছে। এটাকে লাঘব করার জন্য মানুষের সামর্থ্যের মধ্যে দ্রব্যমূল্য আনার জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রমজান মাস আসছে। এটাকে সামনে রেখে যাতে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারেন। এসব বিষয়েও আমরা পরামর্শ দিয়েছি।'

নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আজকের প্রেক্ষাপট ঠিক ওইরকমটা ছিল না। এজন্য ওই ব্যাপারে আমরা আলোচনা করি নাই। আরেক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, শুধু ইসকন নয়। আমরা বলেছি, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।'

ডা. শফিকুর রহমান জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে বিদ্যমান পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে। দেশ কীভাবে শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে আগামীতে একটা কার্যকর নির্বাচনের দিকে এগোতে

\হপারে, সে বিষয়ে কথা হয়েছে।

জামায়াত আমির বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অনেক আলোচনা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে আলাপ হয়েছে। এসব আলোচনায় আমরা একমত হয়েছি যে, দেশবাসীকে সঙ্গে নিয়েই দেশকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আর দেশের স্বার্থবিরোধী কর্মকান্ডে যারাই জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে দিতে হবে। এরজন্য প্রয়োজন সর্বোত জাতীয় ঐক্য। দল-মত-ধর্মের ভিন্নতা থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনাদের মাধ্যমে আমরা সে আহ্বান জানাই। আমরা বৈঠকেও এ কথা বলেছি।'

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির দুই সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম এবং নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে