তিন সাংবাদিককে সদস্যপদে পুনর্বহালের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপারিশ করেছেন বলে দাবি করেছে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম।
বুধবার সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর দেওয়া একপত্রে তিনি বলেন, 'পতিত ফ্যাসিবাদী সরকারের সময় জাতীয় প্রেস ক্লাবে আমাকে গ্রেপ্তার ও অপদস্তকারী ব্যক্তিরা- আসাদুজ্জামান আসাদ, শামসুল হক দুররানী ও জাহাঙ্গীর আলম প্রধান নন। উলেস্নখিত তিনজন ও্ই ঘটনার দিন আমার সহযোগী হিসেবে সারারাত ও গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত সঙ্গে ছিলেন। এর মধ্যে আসাদুজ্জামান আসাদ জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত। আমার ধারণা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। আমি বিশ্বাস করি, তাদের বিরুদ্ধে আনীত ২৪ নভেম্বর নির্বাহী সভার অভিযোগ প্রত্যাহার করে তাদের তিন যুগের অধিক সদস্যপদ পুনর্বহাল করা হবে।' সংবাদ বিজ্ঞপ্তি