হামিদা বেগম

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় নার্গিস সার্জিক্যাল ক্লিনিকের মালিক ও যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি মো. মহাসিন হোসেন খানের মাতা হামিদা বেগম (৭০) সোমবার রাতে নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, ৪ পুত্র, ৪ কন্যা ও আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর গোলনা আহলে হাদিস আল-মদিনা জামে মসজিদে মরহুমার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, জামায়াত নেতা আব্দুল গনি খান, বিএনপি নেতা আবজাল হোসেন খান, হাফিজ খান, মাহাবুর রহমান মিঠু, গাজী রকিবুল ইসলামসহ এলাকার মুসলিস্নরা উপস্থিত ছিলেন।