সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

মুর্শেদ আলম খাঁন লিটন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
মুর্শেদ আলম খাঁন লিটন

ময়মনসিংহের মুক্তাগাছা শহরের বাসিন্দা, সাংবাদিক ও লেখক মুর্শেদ আলম খাঁন লিটন (৫৯) সোমবার রাতে মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, মা ও ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

লিটন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মুক্তাগাছা উপজেলা প্রতিনিধি, মুক্তাগাছা হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, মুক্তাগাছা প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।

মঙ্গলবার বাদ জোহর শহরের লক্ষ্ণীখোলা কেন্দ্রীয় পৌর গোরস্থান মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে লক্ষ্ণীখোলার পৌর কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে।

তার মৃতু্যতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মুক্তাগাছা প্রেস ক্লাব সভাপতি এফএম এ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, হাজী কাশেম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েলসহ স্থানীয় সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে