সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

কুমিলস্নায় ট্রেনের ধাক্কায় নিহত অটোরিকশার সাত যাত্রী

স্টাফ রিপোর্টার, কুমিলস্না, দেবিদ্বার ও বুড়িচং প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
কুমিলস্নায় ট্রেনের ধাক্কায় নিহত অটোরিকশার সাত যাত্রী

কুমিলস্নায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিলস্নার বুড়িচং উপজেলার কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিহতরা হলেন- জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে অটোরিকশার চালক শাহজাহান মিয়া সাজু (৪০), আলী আশরাফের স্ত্রী সফরজান বেগম (৬৫), মৃত আবদুল মালেকের স্ত্রী লুৎফা বেগম (৬০), মনির হোসেনের স্ত্রী শাহীনুর আক্তার (৩৩), মৃত মনছুর আলীর ছেলে আলী আহাম্মদ (৭৭), খোদাইতলী গ্রামের মৃত আছমত আলীর ছেলে রফিজ

উদ্দিন (৬৫) ও মৃত ফজলু মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগম (৬০)।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, 'চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দ্রম্নতগতিতে যাচ্ছিল। এ সময় কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল অটোরিকশাটি। এ সময় ট্রেনটি যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ যাত্রীর মৃতু্য হয়। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।'

ওসি আরও জানান, 'ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করে।'

এদিকে দুর্ঘটনাস্থলে আশপাশের এলাকার লোকজনের ভিড় জমে এবং ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

রেলওয়ে লাকসাম থানার ওসি এমরান হোসেন জানান, 'এ ঘটনা তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ৪ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।'

এমরান হোসেন জানান, 'নিহতদের পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ের রসুলপুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বাদী হয়ে রেলওয়ে লাকসাম থানায় অপমৃতু্যর মামলা দায়ের করেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে