শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বশির আহমদ

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
বশির আহমদ

আ স ম আবদুর রব সরকারি কলেজের সাবেক শিক্ষক ও রামগতি উপজেলার আলেকজান্ডার নিবাসি অধ্যাপক বশির আহমদ (বশির প্রফেসর) (৭০) সোমবার সকাল ১০টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক ও উপপরিচালক পদে দীর্ঘদিন চাকরি করেছেন। পরে তিনি অবসরে যান। তিনি স্ত্রী ও মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

সোমবার রাত ৮টায় সেবাগ্রাম ফজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

তার মৃতু্যতে শোক জানিয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান, জামায়াতের মজলিসে শুরা সদস্য এ আর হাফিজ উলস্নাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে