শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ঋণের কথা বলে সমাবেশের ডাক, সেই মোস্তফা আটক

যাযাদি রিপোর্ট
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
ঋণের কথা বলে সমাবেশের ডাক, সেই মোস্তফা আটক
আ ব ম মোস্তফা আমীন

ঋণের কথা বলে রাজধানীর শাহবাগে সমাবেশের ডাক দেওয়া অহিংস গণ-অভু্যত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিল মনসুর।

বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে- এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে অহিংস গণ-অভু্যত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এই অভিযোগে মোস্তফা আমীনকে আটক করে পুলিশ।

এর আগে, এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীর শাহবাগে জনসমাগমের চেষ্টা করে সংগঠনটি। প্রলোভনে পড়া লোকজন ও শাহবাগ থানা-পুলিশ এই তথ্য জানিয়েছে।

প্রলোভনে পড়া লোকজন বলেন, 'অহিংস গণ-অভু্যত্থান বাংলাদেশ' নামের একটি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে। শাহবাগে যারা উপস্থিত হবেন, তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। পুলিশ ও শাহবাগে আসা লোকজন বলেছেন, এমন প্রলোভনে পড়ে রোববার দিবাগত রাত ১টার পর সারাদেশ থেকে বাস, পিকআপ ও মাইক্রোবাসে সাধারণ মানুষ ঢাকায় আসতে শুরু করেন। পরে পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসা লোকজনকে বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন।

সোমবার সকাল ৭টার দিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচন্ড যানজট দেখা যায়। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ আসা লোকজনের সঙ্গে কথা বলেন। তাদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা করেন। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাসে আসা বেশ কিছু ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বেশিরভাগই জানেন না শাহবাগে ঠিক কী হবে। তারা বলেন, তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে, এমন কথা বলা হয়েছে। এ জন্যই তারা এসেছেন।

কয়েকজন ব্যক্তির ভাষ্য, তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার করে টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন শাহিন বলেন, 'অহিংস গণ-অভু্যত্থান বাংলাদেশ' নামের একটি সংগঠন শাহবাগে অনেক মানুষ জমায়েত করার জন্য অনুমতি চেয়েছিল। পুলিশ অনুমতি দেয়নি। সংগঠনটি গ্রামের লোকজনকে প্রলোভন দিয়েছিল, যারা এই সমাবেশে আসবেন, তাদের এক লাখ টাকা ঋণ দেওয়া হবে। পুলিশ লোকজনকে জড়ো হতে দেয়নি।

লক্ষ্ণীপুরে ৭ গাড়ি জব্দ

এদিকে রোববার রাতে 'অহিংস আন্দোলন বাংলাদেশ' নামের একটি সংগঠনের সমাবেশে নেওয়ার জন্য লক্ষ্ণীপুরের কমলনগর উপজেলার তিন শতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরীকে জড়ো করা হয়।

পরে রাতেই স্থানীয় লোকজন তাদের ঘেরাও করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাতটি গাড়ি জব্দ করেছেন। এর মধ্যে তিনটি বাস ও চারটি মাইক্রোবাস।

ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টার সময় ৮৫ জনকে সোমবার সকালে তিনটি থানায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে লক্ষ্ণীপুর সদর থানায় ২৮ জন, রামগতি থানায় ৪৬ ও কমলনগর থানায় ১১ জন আছেন।

পুলিশ ও বাসযাত্রী নারী-পুরুষের সঙ্গে কথা বলে জানা যায়, একটি চক্র সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে চক্রটি এক হাজার টাকা করে নিয়েছে। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথাও জানানো হয়েছে।

জব্দ করা 'ঢাকা এক্সপ্রেস' নামের বাসের চালক মো. সোহেল বলেন, মো. আলমগীর ও মো. সিরাজ নামের দুই ব্যক্তি ঢাকায় যেতে তাদের বাসটি ভাড়া করেন। তবে স্থানীয় লোকজন বাসটি আটকের পর ওই দুজন সটকে পড়েছেন।

লক্ষ্ণীপুরের চর লরেঞ্চ গ্রামের গৃহবধূ পারুল আক্তার বলেন, প্রথমে ১০ টাকার বিনিময়ে টোকেন নিতে হয়েছে। এরপর যাতায়াত খরচ বাবদ দুই ব্যক্তি তাদের কাছ থেকে এক হাজার টাকা করে নিয়েছেন। ওই দুজন নিজেদের ঋণ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন। ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার পরের দিন তাদের এক লাখ টাকা করে ঋণ দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে লক্ষ্ণীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৮৫ জনকে থানায় আনা হয়েছে। তাদের ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হয়। গ্রামের মানুষকে প্রতারণার মাধ্যমে ঢাকায় নেওয়ার মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 'অহিংস আন্দোলন বাংলাদেশ' নামের একটি সংগঠনের পক্ষ থেকে ঢাকায় সমাবেশ করার জন্য তাদের জড়ো করা হচ্ছিল। ঢাকায় সমাবেশের নামে মূলত সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে এটি করা হয়েছে বলে ধারণা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে