শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ১১ মৃতু্য

যাযাদি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ ১১ মৃতু্য

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃতু্য হয়েছে। এটি চলতি বছর এক দিনে সর্বোচ্চ মৃতু্যর রেকর্ড। এ নিয়ে চলতি মাসের ২৪ দিনে রোগটিতে ১৪৪ জনের মৃতু্য হলো। চলতি বছর এক মাসে সর্বোচ্চ মৃতু্যর রেকর্ডও এটি। গত মাসে ডেঙ্গুতে ১৩৫ জনের মৃতু্য হয়েছিল।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চারজন ও খুলনা বিভাগে দুজনের মৃতু্য হয়েছে।

এ সময় ১ হাজার ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২৭২ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪, খুলনা বিভাগে ১৪৩, চট্টগ্রাম বিভাগে ১৩৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২১,

বরিশাল বিভাগে ৯৭, রাজশাহী বিভাগে ৫৮, ময়মনসিংহ বিভাগে ৩৫, রংপুর বিভাগে ১৭ এবং সিলেট

বিভাগের হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৬ হাজার ৭৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৭৯ জন। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৯৭৪ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে