বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ছাত্র-শিক্ষকের সম্পর্ক পুনরুত্থানের দাবি

যাযাদি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
ছাত্র-শিক্ষকের সম্পর্ক পুনরুত্থানের দাবি

বর্তমান সময়ে ছাত্র-শিক্ষকের মধ্যে সম্পর্কে ছেদ পড়েছে বলে মনে করছেন শিক্ষকরা। এ জন্য অভিভাবক, রাষ্ট্র, সমাজ এমনকি নিজেদেরও দায়ী করেছেন তারা। সম্পর্কের এই দূরত্ব কমিয়ে আনতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করেন শিক্ষকরা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফাউন্ডেশন অব এডুকেশনাল ট্রান্সপারেন্সি (এফইটি) আয়োজিত 'শিক্ষক-শিক্ষার্থী চিরায়ত সম্পর্কের পুনরুত্থান' শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন।

শিক্ষকরা বলেন, শিক্ষার্থীকে কেন রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। দেশ, রাজনীতি সম্পর্কে তাদের জানানো যেতে পারে। তারা সংবিধান বোঝে না কিন্তু দেশ পরিবর্তনের চিন্তা তাদের তৈরি হয়। তাদের যত্ন করলে সমাজের প্রতি যত্নশীল হবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের ভূমিকাও অনেক বড়।

আলোচকরা বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক থাকার কথা সেখান থেকে কিছুটা বিচু্যতি ঘটেছে। প্রতিদিন বাসের হেল্পার থেকে শুরু করে নানা স্থানে ঝামেলা হচ্ছে। শিক্ষকের দায়িত্ব এখানে শিক্ষার্থীকে বিষয়গুলো বোঝানো। শিক্ষার্থী সমাজে সেতুর মতো কাজ করতে পারেন।

তিতুমীর কলেজের শিক্ষক গালিব হোসেন বলেন, 'শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কের কিছুটা পতন যে হয়েছে সেটা সত্যি। শিক্ষার্থীরা যত ওপরের ক্লাসে যাচ্ছে ততই শিক্ষকদের সঙ্গে দূরত্ব বাড়ছে। এখন দেখতে হবে, কেন দূরত্ব বাড়ছে। আসলে আমরা তাদের কতটুকু সময় দিচ্ছি। আমরা শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি।' এ সময় তিনি এই পদ্ধতি থেকে বেরিয়ে আসার কথাও বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে