বিচার বিভাগ সংস্কারে ওয়েবসাইট, মতামত ৭ ডিসেম্বরের মধ্যে

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বিচার বিভাগ সংস্কারে সাধারণ জনগণ, বিচারক, আইনজীবী ও আদালতসংশ্লিষ্ট সহায়ক কর্মীদের মতামত নিতে ওয়েবসাইট চালু করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ওই ওয়েবসাইট ছাড়াও ইমেইল ও ডাকযোগেও প্রস্তাব বা মতামত পাঠানো যাবে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে। শনিবার এই কমিশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, 'অংশীজনদের মতামত সংগ্রহে কমিশন একটি ওয়েবসাইট (িি.িলৎপ.মড়া.নফ) চালু করেছে। সেখানে বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠী/অংশীজনদের মতামত নিতে পৃথক প্রশ্নমালা দেওয়া আছে।' নির্দিষ্ট প্রশ্নের বাইরেও সংস্কারের বিষয়ে কোনো সুপারিশ করতে চাইলে কমিশনের ই-মেইলে (নধহমষধফবংযরৎপ@মসধরষ.পড়স; রহভড়@লৎপ.মড়া.নফ) পাঠানো যাবে। এ ছাড়া ডাকযোগে সংস্কার প্রস্তাব পাঠানো যাবে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ১৫ কলেজ রোড, ঢাকা-১০০০ ঠিকানায়। তুমুল গণআন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে তিন দিনের মাথায় ৮ অগাস্ট শপথ নেয় মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্র্বর্তী সরকার। ক্ষমতার পটপরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। তার নেতৃত্বে কমিশন সংস্কার কাজ এগিয়ে নিতে বিভিন্ন জনের মতামত নিচ্ছেন।