বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ঢাকাসহ উত্তরে কুয়াশা আরও দুই দিন

রাতে তাপমাত্রা কমবে
যাযাদি ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
ঢাকাসহ উত্তরে কুয়াশা আরও দুই দিন

ঢাকাসহ সারাদেশে আগামী আরও দুই দিন হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর; এতে রাতের তাপমাত্রা কমতে পারে। আর উত্তরের জেলাগুলো ঢাকা পড়তে পারে ঘন কুয়াশায়। ৭২ ঘণ্টার পূর্বাভাস দিয়ে শনিবার আবহাওয়ার বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর বলছে, আগের রাতে উত্তরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়েছে। শনিবার রাতের শেষ দিকে ঘন কুয়াশা পড়তে পারে। রোববার রাতে কুয়াশার ঘনত্ব কিছুটা কমতে পারে।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে; এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে

\হপরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার একটি লঘুচাপ তৈরি হওয়ায় চলতি মাসে এ নিয়ে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ তৈরি হলো।

পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগর দক্ষিণে অংশে থাকা মৌসুমের স্বাভাবিক লঘুচাপ থাকার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় তা দক্ষিণপূর্ব অংশ ও তৎসংলগ্ন এলাকায়ও সৃষ্টি হতে পারে।

শনিবার ঢাকায় বাতাসের আর্দ্রতা দিনের প্রথম ভাগে ৬৭ শতাংশ থাকলেও শেষ বেলায় কিছুটা কমে ৪৭ শতাংশ হওয়ার ইঙ্গিত মিলেছে।

আগামী দুই দিনও আকাশ মেঘলা থাকতে পারে জানিয়ে আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার প্রথম দুই দিনে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পরের দিন আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে রাতের ও দিনের তাপামত্রা অপরিবর্তিত থাকতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে