বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

উপদেষ্টা মর্যাদায় রোহিঙ্গা বিষয়ক 'হাই রিপ্রেজেন্টেটিভ' খলিলুর

যাযাদি ডেস্ক
  ২০ নভেম্বর ২০২৪, ০০:০০
উপদেষ্টা মর্যাদায় রোহিঙ্গা বিষয়ক 'হাই রিপ্রেজেন্টেটিভ' খলিলুর

উপদেষ্টার মর্যাদায় সাবেক কূটনীতিক খলিলুর রহমানকে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত 'হাই রিপ্রেজেন্টেটিভের' দায়িত্ব দিয়েছে অন্তর্র্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা হিসেবে তার এ দায়িত্বে আসার প্রজ্ঞাপন মঙ্গলবার জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জাতিসংঘে বিভিন্ন দায়িত্ব পালন করা পররাষ্ট্র ক্যাডারের সাবেক এই কূটনীতিক ২০০১ সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেন।

রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনকালে উপদেষ্টার মর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে