দেশের প্রথিতযশা প্রকৌশলী সৈয়দ কামরুল আলম (৯০) সোমবার গুলশানের নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ভুগে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন কন্যা, ছয় নাতি-নাতনি, এক ভাই, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পেশাগত জীবনে একজন দক্ষ প্রশাসক হিসেবে সুপরিচিত সৈয়দ কামরুল আলম তার দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও জাতীয় দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫৭ সালে ইলেকট্রিসিটি ডিরেক্টরেট অব ইস্ট পাকিস্তানে অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন এবং পরে স্বাধীন বাংলাদেশের সাবেক ওয়াপদা ও পরবর্তীতে গঠিত বাংলাদেশ বিদু্যৎ উন্নয়ন বোর্ড এবং ১৯৯১ সালে গঠিত ঢাকা ইলেকট্রিক সাপস্নাই অথরিটির চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের প্রকৌশল পেশায় মনোন্নয়নে মরহুম সৈয়দ কামরুল আলমের অবদান সর্বজনবিদিত।
গুলশান জামে মসজিদে বাদ জোহর জানাজার নামাজ শেষে মরহুমের লাশ মঙ্গলবার নড়াইলের হবখালি নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি