পূর্ব বিরোধের জের ধরে রাজধানীর শাহজাহানপুরে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে তারই সহপাঠীরা। নিহত শিক্ষার্থীর নাম ইসমাইল হোসেন রাহাত (১৭)। সে ফরিদপুর টেক্সটাইল পলিটেকনিকের প্রথম বর্ষের ছাত্র। এছাড়া রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র। সোমবার দিবাগত রাতে তার মৃতু্য হয়। এই ঘটনায় নিহতের সহপাঠী ছয় শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বিকাল ৩টার দিকে শান্তিবাগ ৪০ ভবনের সামনে পূর্ব বিরোধের জের ধরে ইসমাইলকে ধরে নিয়ে আসে তারই সহপাঠী আল-মাহমুদ সিয়াম ওরফে প্রান্ত (১৮), অরবিট হোসেন বিশাল (১৮), মাইমুন হাসান আবিরসহ (১৮) আরও কয়েকজন। তাদের বাকবিতন্ডার এক পর্যায়ে তারা ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন কয়েকজনকে ধরে ফেলে। পরে আহত ইসমাইলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃতু্য হয় ইসমাইলের।
ওসি আরও জানান, খোঁজ নিয়ে এই
ঘটনায় জড়িতদের সঙ্গে আরও তিন জনকে আটক করা হয়েছে। তারা হলো, মেজবাহুন নবী তন্ময় (১৭), হাসান (১৭) এবং হোসেন (১৭)।
তিনি বলেন, সিনিয়র-জুনিয়র ইসু্যতে আগে থেকেই তাদের মধ্যে এক প্রকার দ্বন্দ্ব ছিল। এর জেরেই ১০ থেকে ১২ জন মিলে নির্মম ও নৃশংসভাবে ইসমাইলকে হত্যা করেছে। আমরা ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনতে কাজ করছি।