শোক সংবাদ

আবদুল হান্নান

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
দেশবরেণ্য আলেম, রামগতির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার মোহতামিম ও কমলনগর উপজেলার খেলাফত মজলিসের সাবেক আমির শায়খুল হাদিস মাওলানা আবদুল হান্নান (৭০) রোববার রাতে মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃতু্য হয়। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও হাজারও ছাত্র-ভক্তকুল রেখে গেছেন। সোমবার বেলা ১১টায় কমলনগর উপজেলার চর লরেন্স উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে চর জগবন্ধু গ্রামের দশঘরিয়া এলাকায় পারিবারিক কবরস্থানে তার মরদেহের দাফন সম্পন্ন হয়। সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুলস্নাহ, ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, হেফাজতে ইসলামের নোয়াখালী জেলা আমির ও মীর ওয়ারিসপুর হোসাইনিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন, লক্ষ্ণীপুর জেলা বেফাকে মাদারিস সেক্রেটারি মাওলানা মামুনুর রশিদ, নোয়াখালী লক্ষ্ণীপুর জমিয়ত মাদ্রাসা বোর্ডের সভাপতি মাওলানা ছিদ্দিক উলস্নাহ প্রমুখ জানাজায় ছিলেন। মরহুমের মেঝো ছেলে মাওলানা রেজাউল করিমের ইমামতিত্বে জানাজা অনুষ্ঠিত হয়।