মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১

নরসিংদীর চরাঞ্চলে 'টেঁটাযুদ্ধ' আহত ১২ জন

নরসিংদী প্রতিনিধি
  ১৯ নভেম্বর ২০২৪, ০০:০০
নরসিংদীর চরাঞ্চলে 'টেঁটাযুদ্ধ' আহত ১২ জন

নরসিংদীর দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে টেঁটাযুদ্ধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ওই গ্রামের মনসুর আলী ও সাবুদ আলীর লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, প্রায় এক বছর আগে কালিকাপুর গ্রামের নজীর মিয়া একই এলাকার হাসান মিয়ার ছেলে মনু মিয়ার কাছ থেকে একটি জমি কেনেন। ওই জমি আরেকজনকে কিনে দিতে চান এলাকার ইউপি সদস্য নান্নু মিয়া। তারা উভয়েই একই বাড়ির লোক। এ বিষয়টি নিয়েই তারা টেঁটা ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়ান।

আহতদের মধ্যে মকবুল মিয়ার চোখের ওপরে ককটেল বিস্ফোরণ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চিকিৎসা দেওয়া হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, 'জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষের অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে