গফরগাঁও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. শাহজাহানের অষ্টম মৃতু্যবার্ষিকী আজ। এ উপলক্ষে গফরগাঁও উপজেলার ছিপান গ্রামে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, স্মরণসভা ও তবারক বিতরণের আয়োজন করা হয়েছে।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র আশিকুর রহমান বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আশির দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে জাতীয়তাবাদী রাজনীতিতে জড়িত হন তিনি। পরে ১৯৯০ সালে গফরগাঁও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, গফরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি গফরগাঁও এবং উপজেলা কৃষকদলের সভাপতি নির্বাচিত হন। ২০১৬ সালে ১৮ নভেম্বর লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তিনি একাধিক মিথ্যা মামলায় কারাবন্দি ছিলেন।