বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ঢাকা উত্তর বিএনপির আরেক নেতা বহিষ্কার

যাযাদি রিপোর্ট
  ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা উত্তর বিএনপির আরেক নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনকে সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির তিনজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহেল খান, বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মাজেদ এবং বনানী থানাধীন ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবদুলস্নাহ আল মামুনকে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে