ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি

কার্যকরী পরিষদের নির্বাচনী ফলাফল গৃহীত হয়নি শ্রম দপ্তরে

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তরের বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকা থেকে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনী ফলাফল বিধি মোতাবেক না হওয়ায় বর্ণিত কমিটি অত্র দপ্তর কর্তৃক গৃহীত হয়নি। বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকার পরিচারক আফিফা বেগম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়। এতে বলা হয় ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি (রেজি. নং-ঢাকা-১৫৮৪) ইউনিক হাইটস (৪র্থ তলা) ১১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, রমনা, ঢাকা ভিত্তিক মালিকদের সংগঠনের নামে গত ১২ সেপ্টেম্বর তারিখের সভার কার্যবিবরণীতে ফয়জুল ইউসুফ চৌধুরী নির্বাচন কমিশনার হিসেবে স্বাক্ষরিত একটি নির্বাচনী ফলাফল এবং মো. সাইফুল আলম সাধারণ সম্পাদক পদবিতে স্বাক্ষরিত কার্যকরী কমিটির সত্যায়িত তালিকা প্রদানের অনুরোধ করে যথাক্রমে ২টি পত্র অত্র দপ্তরে দাখিল করেন। দাখিলকৃত নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে কাগজপত্র ও নথি পরীক্ষা করে দেখা যায়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৭৩৭২/২০১১ এবং ৪৩১৬/২০১৪-এর নির্দেশনা মোতাবেক ও ইউনিয়নের বিদ্যমান রেজিস্ট্রার্ড গঠনতন্ত্রের ধারা ১৪ ও ১৫-এর বিধান এবং বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যাবধি সংশোধিত)-এর ধারা ৩১৭ (৪) (ঘ)-এর বিধান মোতাবেক না হওয়ায় বর্ণিত কমিটি অত্র দপ্তর কর্তৃক গৃহীত হয়নি।