বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

পাবনা প্রতিনিধি
  ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে জালাল উদ্দিন (৪০) নামে এক কর্মী নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার সকালে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেতেপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জালাল হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার শুকর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রম্নপের বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই এলাকার ইসলামী জলসা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আবুল হাসেমের পক্ষের জালালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১টার দিকে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, 'আধিপত্য বিস্তার নিয়ে মুন্তাজ গ্রম্নপ ও হাসেম গ্রম্নপের মধ্যে এ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় জালালকে রাজশাহী নেওয়ার পথে দুপুরে তার মৃতু্য হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।'

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, 'এ ব্যাপারে আমি এখনো কিছু জানি না। আপনার কাছ থেকেই শুনলাম। এখন খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে