ঢাকায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
রাজধানীতে এক ইয়াবাসেবীর সূত্র ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ। তিনি জানান, বৃহস্পতিবার দিন ও রাতের বিভিন্ন সময় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিএনসির উত্তরা সার্কেল। এ সময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০টি ইয়াবা জব্দ করা হয়। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তুরাগ থানাধীন বাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রথমে বুলবুল আহমেদ নামে এক ইয়াবাসেবীকে ২০টি ইয়াবাসহ আটক করে ডিএনসির উত্তরা সার্কেল। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর ২টায় বিমানবন্দর থানাধীন কাওলা এলাকার সিভিল অ্যাভিয়েশন স্টাফ কোয়ার্টার থেকে ইয়াবার খুচরা কারবারি সজল আমিনকে ৪০টি ইয়াবাসহ আটক করা হয়। আটক সজল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবার পাইকারি বিক্রেতার তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল ৫টায় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের ৬/এ বাসা থেকে পাইকারি ইয়াবা বিক্রেতা হিরণ মিয়াকে এক হাজার ইয়াবাসহ আটক করা হয়।