লিটন চৌধুরী

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

ফেনী ও দাগনভুইয়া প্রতিনিধি
ফেনীর দাগনভুইয়ার রামনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, সাবেক ব্যাংক কর্মকর্তা, লুৎফুর রহমান চৌধুরী লিটন (৭২) বৃহস্পতিবার বাদ আসর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না-লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তার মৃতু্যতে মালদার ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন, গভীর শোক জানিয়েছে। লিটন চৌধুরী, চৌধুরী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রেজারার ছিলেন। সে সুবাদে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিয়ে-সাদী, চিকিৎসাসেবাসহ মানুষের ঘর-দরজা নির্মাণে অসহায় মানুষের পাশে থাকতেন সব সময়ে। শুক্রবার সকালে রামনগর চৌধুরী বাড়ির দরজায় জামে মসজিদের সামনে জানাজা শেষে তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। তার মৃতু্যতে শোক ও সমবেদনা জানান, দাগনভুইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, দাগনভুইয়া উপজেলা জামায়াতের সাবেক আমির এসএস নুরনবী দুলাল, অ্যাডভোকেট গিয়াসউদ্দিন, প্রবীণ শিক্ষক মাস্টার আব্দুর রহিম মালদার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির আহ্বায়ক তাজউদ্দিন আজাদ ও পারভেজ চৌধুরী, রিপন চৌধুরী, টিটু চৌধুরীসহ অনেকে।