আফসার আলী

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহার প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাপাহার উপজেলা প্রতিনিধি মো. বাবুল আকতারের পিতা আফসার আলী (৯০) বৃহস্পতিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে সাপাহার উপজেলার কাশিতাড়া গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা ১১টায় কাশিতাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ সমাহিত করা হয়। তিনি এক পুত্র, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বাবুল আকতারের পিতার মৃতু্যতে সাপাহার প্রেস ক্লাবের সাংবাদিকরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।