চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম

প্রকাশ | ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
শীতের আগাম সবজিতে বাজার ভরে উঠলেও ফের এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। এর আগে গত তিন সপ্তাহে চট্টগ্রাম নগরে সবজির বাজার ছিল নিম্নমুখী। শুক্রবার নগরের বহদ্দারহাট, অক্সিজেন, আতুরার ডিপো, চকবাজার, কর্ণফুলী কমপেস্নক্স, কাজীর দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁপে, বরবটি ও করলার দাম। এর মধ্যে ১০ টাকা বেড়ে ফুলকপি ১০০ থেকে ১৪০ ও বাঁধাকপি ৭০, ২০ থেকে ৪০ টাকা বেড়ে বেগুন ১০০, ২০ টাকা বেড়ে পেঁপে ৬০, ১০ টাকা বেড়ে বরবটি ৭০ এবং করলা ৪০ টাকা বেড়ে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ২০ থেকে ৪০ টাকা কমেছে শিম, কাঁচা মরিচ ও টমেটোর দাম। অন্যান্য সবজির মধ্যে আলু ও মুলা ৭০, শসা ৫০, ঢঁ্যাড়স ও পটল ৬০, লাউ ৪০, মিষ্টি কুমড়া ৬০, গাজর ১৭০ এবং ক্যাপসিকাম ৩০০-৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। নগরের হালিশহরের বাসিন্দা মো. মনজুর বলেন, 'বাজারে আবার প্রতিটির সবজির দাম বেড়েছে। যখন সবজির দাম ৪০ টাকার মধ্যে আসবে তখন বলতে পারব যে আমরা কিনতে পারছি।' মাছের দাম গত সপ্তাহের মতোই দেখা গেছে। বাজারে মাঝারি সাইজের তেলাপিয়া ও পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৬০ টাকা কেজি দরে। আর ২৫০ গ্রাম ওজনের চাষের রুই, কাতলা, মৃগেল, কার্পিও, কালবাউশ ও কার্পজাতীয় মাছ বিক্রি হয়েছে ২২০ থেকে ২৬০ টাকায়, যা গত সপ্তাহে ২০০ থেকে ২২০ টাকা ছিল। আড়াই থেকে দুই কেজি ওজনের চাষের রুই, কাতলা ও মৃগেল মাছ ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এ ছাড়া ইলিশ মাছ ওজন অনুযায়ী ১৮০০ থেকে ২৩০০ টাকা, চিংড়ি মাছ ৯০০ থেকে ১৪০০ টাকা, কাঁচকি মাছ ৪০০ টাকা, বেলে মাছ ৮০০ থেকে ১২০০ টাকা, বোয়াল মাছ ৮০০ থেকে ১৪০০ টাকা, কাজলী মাছ ১২০০ টাকা, রূপচাঁদা মাছ ৮০০ থেকে ১২০০ টাকা ও লইট্যা মাছ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ব্রয়লার ও সোনালি মুরগির দাম প্রায় অপরিবর্তিত থাকলেও কেজিপ্রতি ৩০ টাকা বেড়েছে দেশি মুরগির দাম। নগরে ব্রয়লার মুরগি ১৮০, সোনালি ৩২০ এবং দেশি মুরগি ৫৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ৭৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। এদিকে, কাটারিভোগ আতপ ২৫ কেজির বস্তা ২০৭০ টাকা, বেতি আতপ ৩২৩০ থেকে ৩২৮০ টাকা, হাফসিদ্ধ নাজিরশাইল ২২০০ টাকা, চিনিগুঁড়া ১৫০ টাকা, পাইজাম আতপ ১৭৭০ থেকে ১৭৮০ টাকায় বিক্রি হয়েছে। দুই কেজি প্যাকেট আটা ১২৫ টাকা ও ময়দা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ভারতীয় পেঁয়াজ খুচরায় ১২০ থেকে ১৩০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া কেজিতে অন্তত ৩০ থেকে ৩৫ টাকা বেড়ে মিশরের পেঁয়াজ ১১০ টাকা ও পাকিস্তানি পেঁয়াজ ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া অন্যান্য পণ্যের মধ্যে দেশি রসুন ২৪০ থেকে ২৪৫ টাকা, চায়না রসুন ২৪০ টাকা, চায়না আদা ৩২০ টাকা, নতুন ভারতীয় আদা ১২০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া ছোট মসুরের ডাল ১৩০ টাকা, মোটা মসুরের ডাল ১১০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৫৫ টাকা, খেসারি ডাল ১১০ টাকা, চনার ডাল ১৪৫ টাকা ও ছোলা ১৩৫ টাকায় বিক্রি হয়েছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৭ টাকা, খোলা সয়াবিন তেল ১৫৩ টাকা, প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা, খোলা চিনি ১৩০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকা দরে বিক্রি হয়েছে।