দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসের মাতা রোকেয়া বেগম (৭২) মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, তিন ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুপচাঁচিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল করিম সাখিদারের স্ত্রী। বুধবার দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসা মাঠে প্রথম এবং গ্রামের বাড়ি উপজেলার চামরুল ইউনিয়নের জোহালী মাটাই মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।