নাটোরে টিসিবির কার্ড বণ্টন নিয়ে গুলিবিনিময়

প্রকাশ | ১৪ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
টিসিবির কার্ড বণ্টনকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রামে বিএনপির দুই গ্রম্নপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে রুবেল হোসেন নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা দু'পক্ষের মধ্যে গুলিবিনিময়ের বিষয়টি নিশ্চিত করলেও পুলিশ এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করেছে। স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ রুবেলকে বনপাড়া পাটোয়ারি ক্লিনিকে নেওয়া হয়। ক্লিনিকের চিকিৎসক প্রিন্স বলেন, 'রুবেলের হাতে গুলি লেগেছে। তবে আঘাত গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।' গোপালপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, এবারের টিসিবি কার্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রণি ও জামায়াত নেতাদের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। বুধবার বিতরণ কার্যক্রম নিয়ে রণির চাচা ইউপি সদস্য বেলালের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহিন খলিফার সমর্থক সামাদ মেম্বারের বিতর্ক হয়। এর জেরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি, ফরিদপুরের কিছু লোকজন গুলি চালাতে শুরু করে। এতে রুবেল হোসেন গুলিবিদ্ধ হন। তিনি বিএনপির কর্মী ও শাহিন খলিফার সমর্থক। শাহিন খলিফা বলেন, 'ইউপি সদস্য বেলাল হোসেন টিসিবির কার্ড দিয়ে এক হাজার টাকা করে চাঁদা নিচ্ছিলেন। আমরা প্রতিবাদ করায় রণির লোকেরা সংঘর্ষে জড়ায়। তাদের ভাড়াটিয়া লোকজন অবৈধ অস্ত্র নিয়ে হামলা চালায়।' উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রণি বলেন, 'সিসিটিভি ফুটেজ রয়েছে। মুখে বললেই হবে না। আর কার্ড দিয়ে টাকা নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব।' বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।'