ট্রাফিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ পেয়েছেন ৭০০ শিক্ষার্থী

প্রকাশ | ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করছেন শিক্ষার্থীরা। ছবিটি মঙ্গলবার শাহবাগ এলাকা থেকে তোলা -নাজমুল ইসলাম
যানজট নিরসনের লক্ষ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের নিয়োজিত করার পদক্ষেপের অংশ হিসাবে সরকার ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী তার কার্যালয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'আমরা ইতিমধ্যেই ৭০০ শিক্ষার্থীকে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। তাদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যেই ট্রাফিক ব্যবস্থাপনার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।' শিক্ষার্থীরা অবসর সময়ে খন্ডকালীন (পার্ট টাইম) চাকরি হিসেবে শহরের রাস্তায় চার ঘণ্টা কাজ করবেন বলে তিনি জানান। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য শিক্ষার্থীরা সম্মানী পাবেন উলেস্নখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমরা ঢাকাকে পাইলট প্রকল্প হিসেবে নিয়েছি। রাস্তায় শিক্ষার্থীদের এ মোতায়েন যদি রাজধানীতে সঠিকভাবে কাজ করে, তবে আমরা ট্রাফিক পরিচালনার জন্য অন্য শহরেও এমনটি করব।' স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে বাসসের সঙ্গে আলাপকালে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন যানজট নিরসনে সড়ক বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, একটি শহরে ২৫ শতাংশ রাস্তা প্রয়োজন। কিন্তু ঢাকায় ৭.৫ শতাংশের বেশি রাস্তা নেই। এটা রাজধানীতে তীব্র যানজটের অন্যতম কারণ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগে রাজধানীর যানজট নিরসনে একটি কমিটি গঠন করে।