আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থানরত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি জলবায়ু সংকট সমাধানের উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। আজ বুধবার কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (কপ২৯)-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে মুহাম্মদ ইউনূসের ভাষণ দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।
এ সময় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট এরদোয়ান। পাশাপাশি তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ৫৭ বাংলাদেশিকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
তিনি জুলাই মাসে ছাত্রদের সংহতি জানিয়ে বিক্ষোভ প্রদর্শনের জন্য কারাবন্দি থাকা ৫৭ জন বাংলাদেশিকে মুক্তি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে বিক্ষোভ দেখিয়েছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌদেলের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় অধ্যাপক ইউনূস সার্কের পুনরুজ্জীবনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা আরও যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের মধ্যে আছেন- বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু, ঘানার প্রেসিডেন্ট ন্যানা কুফো-আদো, বসনিয়ার প্রেসিডেন্ট ডেনিস বেচিরভিচ, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা, মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট জ্যাকব মিলাটভিচ, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলি, ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জিরাওদো আউখহিম, ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা
আনসারি, ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।
ইউনূসের নেতৃত্বের প্রশংসায় গ্র্যান্ড ইমাম
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে বলে আশা প্রকাশ করেছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম আহমেদ আল তৈয়ব।
মঙ্গলবার সকালে বাকুর একটি হোটেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রধান উপদেষ্টাকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান গ্র্যান্ড ইমাম তৈয়ব। আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ ঘোষণা করবে বলেও জানান তিনি।
গ্র্যান্ড ইমাম বলেন, 'আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন বিচক্ষণ মানুষ। বিপস্নবের পর বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি আপনাকে বিচক্ষণতার সঙ্গে কাজ করার জন্য স্যালুট জানাই।'
আমন্ত্রণ জানানোর জন্য গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানান অধ্যাপক ইউনূস। তিনি গ্র্যান্ড ইমামকে গণ-অভু্যত্থান পরবর্তী বাংলাদেশ সশরীরে ঘুরে দেখার আহ্বান জানিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অধ্যাপক ইউনূস এ সময় বাংলাদেশের জুলাই বিপস্নবের দেয়ালচিত্রের সংকলন 'দ্য আর্ট অফ ট্রায়াম্ফ' উপহার দেন গ্র্যান্ড ইমামকে।
আজ ওয়ার্ল্ড লিডারস অ্যাকশন
সামিটে ভাষণ দেবেন
প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার কনফারেন্স অব দ্য পার্টিস-২৯ (কপ২৯)-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, 'বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টার মধ্যে কপ২৯-এ ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন তিনি।'