বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

হল দখলের রাজনীতি চায় না ছাত্রদল নাছির উদ্দীন

ইবি প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
হল দখলের রাজনীতি চায় না ছাত্রদল নাছির উদ্দীন

কেন্দ্রীয় ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ছাত্রদল গেস্টরুম ও হল দখলের রাজনীতি চায় না। একুশ শতকের উপযোগী একটি মেধাবৃত্তিক ও দখলদারিত্বমুক্ত রাজনীতি করতে হলে শিক্ষার্থীদের অংশীদারের প্রয়োজন আছে।

মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসাধারণের মধ্যে জনমত সৃষ্টির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রদল সম্পাদক এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক রুকন উদ্দিন, আহসান হাবিব, সদস্য রাফিজ, নুর উদ্দিন, তরিকুল ইসলাম সৌরভসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে