নভেম্বরে ঢাকায় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মহাসমাবেশের ঘোষণা

প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০

বিশেষ প্রতিনিধি
ইউনিয়ন পরিষদ ভেঙে না দিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বহাল রাখা এবং চেয়ারম্যান ও ইউপি সদস্যদের স্বাভাবিক কর্মকান্ড করার সুযোগ দেওয়ার দাবিতে নভেম্বর মাসে ঢাকায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন 'বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের' (বিইউপিএফ) নেতারা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের (বিইউপিএফ) আহ্বায়ক মো. জিলস্নুর রহমান বলেন, 'যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু এ অবস্থায় সব ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে জনপ্রিয় অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং জনমনে অসন্তোষ দেখা দেবে।' বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, 'ইউনিয়ন পরিষদের বহাল দাবিতে বিইউপিএফ ৩০ অক্টোবর পর্যন্ত সব জেলা-উপজেলায় সমাবেশ এবং ইউএনও এবং ডিসিদের কাছে স্মারকলিপি দিচ্ছি আমরা। নভেম্বর মাসে ঢাকায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে আমরা মহাসমাবেশ করব।'