চট্টগ্রাম টেস্টে জয় ছাড়া ভাবছে না বাংলাদেশ
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
আনকোরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী ছিল বাংলাদেশ। কিন্তু মিরপুরে সিরিজের প্রথম টেস্টে লড়াই করতেও ব্যর্থ বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল ম্যাচটি হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। তবে সেই হতাশা ঝেরে ফেলে সিরিজটা জয় দিয়ে ইতি টানতে চায় টাইগাররা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর তারা।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সকাল ১০টায় শুরু হবে। সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের সমতা টানতে জয়ের বিকল্প নেই।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতে গিয়েছিল বাংলাদেশ। শক্তিশালী ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে দেশে ফেরা টাইগাররা তারপরও দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে আশাবাদী ছিল। নিজেদের মাঠে নিজেদের দর্শকের সামনে আনকোরা প্রোটিয়াদের হারানো খুব বেশি কঠিন হবে না বলেই মনে করা হচ্ছিল। অথচ মিরপুরে ব্যাটে-বলে প্রোটিয়াদের দাপটের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা। দেখে মনে হয়নি ঘরের মাঠে খেলছে তারা। সেই ব্যর্থতা ভুলে চট্টগ্রামে জয় ছাড়া কিছুই ভাবছে না স্বাগতিক বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয় ভাবনার বিষয়টি পরিষ্কারভাবেই বলেছেন তাইজুল ইসলাম। প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়া স্বাগতিকরা এবার ঘুরে দাঁড়াতে মরিয়া, সেটি সোমবার সংবাদ সম্মেলনে বাঁহাতি স্পিনারের কথাতেই স্পষ্ট, 'লক্ষ্য একটাই থাকবে। জেতার জন্যই খেলব। পরিস্থিতি কী আসে ম্যাচ গড়ালে, বোঝা যাবে। দল হয়ে খেলার লক্ষ্য থাকবে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং যে বিভাগই হোক। আমরা
জেতার চেষ্টা করব।'
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর দেশের ক্রিকেট ঠিক পথেই রয়েছে, এমনটাই ছিল সবার বিশ্বাস। ভারত সফরে পরিষ্কার হয়ে যায়, সাদা পোশাকের ক্রিকেটে এখনো লম্বা পথ পাড়ি দেওয়া বাকি। মিরপুর টেস্টে প্রোটিয়াদের সঙ্গেও পেরে ওঠেনি নাজমুল হোসেন শান্তর দল। তবুও হাল ছাড়তে নারাজ তাইজুল, 'প্রত্যেক ম্যাচই সুযোগ। আমাদের দলীয় পারফরম্যান্স হচ্ছে না। ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলছে। আমরা যদি জুটি করতে পারি, দুই-একজন সেঞ্চুরির কাছে যেতে পারি, লক্ষ্য বড় হবে। সবাই কঠোর পরিশ্রম করছে, মন থেকে চাচ্ছে। কোনো কারণে হচ্ছে না। এই ম্যাচে সবাই ভালো কিছু করার চেষ্টা করছি।'
এদিকে টাইগার স্পিনার নাঈম হাসান বলেছেন, 'ইনশাআলস্নাহ, আমার মনে হয় এখানে আমরা ভালো একটা রেজাল্ট করব। আমরা সিরিজ সমতায় আনার চেষ্টা করব, ইনশাআলস্নাহ।'
প্রোটিয়াদের হারাতে হলে তিন ফরম্যাটেই ভালো খেলার বিকল্প নেই বলে জানান নাঈম। নিজেদের শতভাগ দিলে ইতিবাচক ফল আসবে বলে মনে করেন তিনি, 'আসলে ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো ক্রিকেট খেলতে হবে। আমাদের চিন্তা করতে হবে রেজাল্ট হবে পাঁচদিন পর, আমাদের চেষ্টা করতে হবে যে, কাজটা শতভাগ করার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যার যার বিভাগ যদি আমরা ফুলফিল করতে পারি, প্রসেস অনুযায়ী খেলতে পারি তাহলে ইনশাআলস্নাহ দিন শেষে রেজাল্টটা ভালো হবে।'
তবে শুরুতেই ফলাফল নিয়ে ভাবতে নারাজ নাঈম। পরিকল্পনা অনুযায়ী খেলাকেই গুরুত্ব দিচ্ছেন এই স্পিনার, 'আলহামদুলিলস্নাহ সবাই আশাবাদী আমরা, জেতার জন্যই খেলব ইনশালস্নাহ। দিন শেষে আমাদের পরিকল্পনা হলো প্রসেস অনুযায়ী খেলতে থাকব। পাঁচ দিন পর রেজাল্ট আসবে, রেজাল্টের কথা এখন চিন্তা করলে প্রসেসটা তো মেইনটেইন হবে না।'
প্রায় ৯ বছর আগে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হন নাঈম হাসান। চট্টগ্রামেরই সন্তান নাঈম বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রথমবার গায়ে চাপান ২০১৮ সালে। এখন পর্যন্ত খেলেছেন ১১টি টেস্ট। সর্বশেষ খেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে। ঢাকায় অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ জেতেনি, নাঈমও ব্যর্থ বল হাতে।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দলে আরো একটি পরিবর্তন ঘটেছে। অনুশীলনের সময় কনকাশনের শিকার হয়ে ছিটকে গেছেন জাকের আলী অনিক। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অংকন। সোমবার বিকালে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, 'রোববার অনুশীলনে ব্যাট করতে গিয়ে জাকের আলীর চোট লেগেছিল। তার এই আঘাত আগেও ছিল এবং এখনো উপসর্গ দেখাচ্ছে। তার পূর্ববর্তী আঘাতের রেকর্ডের পরিপ্রেক্ষিতে, পুনরুদ্ধারে কিছুটা সময় লাগতে পারে। ক্লিনিকাল ফলাফলের ভিত্তিতে তাকে দ্বিতীয় টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।'