রাজধানীতে দুই নারী খুন
প্রকাশ | ২৯ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারী খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মিরপুর ডিওএইচএস এলাকায় বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রীর ও বাড্ডার পূর্বাঞ্চল এলাকার ফার্নিচারের একটি দোকান থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
মিরপুর ডিওএইচএস এলাকায় নিহত ফারাহ দীবার বয়স ষাট বছরের বেশি। তার স্বামী কাজী আব্দুল মতিন বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার।
রোববার দুপুরে ডিওএইচএসের ১০ নম্বর সড়কের ওই বাসা থেকে মরদেহ উদ্ধারের কথা জানিয়ে ডিএমপির মিরপুর বিভাগের পলস্নবী জোনের সহকারী কমিশনার পহন চাকমা বলেছেন, বিষয়টি 'গুরুত্বের সাথে নিয়ে' তদন্ত করছেন তারা।
তিনি বলেন,
'দেখে মনে হয়েছে, সোমবার সকালের দিকে ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে আমরা দুপুরের দিকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।'
ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে
তার মেয়ে বাসায় এসে মায়ের লাশ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশ কিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছেন। কীভাবে এই হত্যাকান্ড ঘটেছে প্রশ্ন করলে পহন চাকমা বলেন, 'সে ব্যাপারে তদন্ত চলছে। সহসাই প্রকৃত খুনিকে গ্রেপ্তার করতে পারব।'
এদিকে রাজধানীর বাড্ডার পূর্বাঞ্চল এলাকার ফার্নিচারের একটি দোকান থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। যে নারীর লাশ উদ্ধার করা হয়েছে তার নাম আমেনা আক্তার (৩২)। সোমবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পূর্বাঞ্চল এলাকার ২৬ নম্বর লেনের ফার্নিচারের একটি দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ফার্নিচারের দোকানে রাত্রিবেলায় একজন কর্মচারী থাকতেন বলে জানা যায়। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, রোববার রাতে সবাই দোকান বন্ধ করে যান। পরে রাত সোয়া ৮টার দিকে এক নারীকে নিয়ে ওই কর্মচারী দোকানের ভেতরে প্রবেশ করেন। সকালে দোকান থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। দোকানের কর্মচারী পালিয়ে গেছেন।
পুলিশ বলছে, প্রযুক্তির মাধ্যমে নিহত নারীর পরিচয় জানা গেছে। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।