সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ কারাগারে
প্রকাশ | ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে
কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে আজ রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সুমন কারাগারে
এদিকে হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত রোববার এ আদেশ দেন।
এর আগে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সায়েদুল হককে আদালতে হাজির করে মিরপুর থানার পুলিশ। একই সঙ্গে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।
ওই মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম আদালতকে লিখিতভাবে জানান, জিজ্ঞাসাবাদে মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সায়েদুল হক।
অপর দিকে সায়েদুল হকের পক্ষে জামিন চাওয়া হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২২ অক্টোবর সায়েদুল হককে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিলেন আদালত। এর আগের দিন রাজধানীর মিরপুর থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
\হগ্রেপ্তার করার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। পোস্টে লেখেন, 'আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।'
সায়েদুল হক হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য। ছাত্র-জনতার অভু্যত্থানে শেখ হাসিনা ক্ষমতাচু্যত হওয়ার পর তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ছাড়াও সংসদ সদস্য, আমলা, পুলিশসহ ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।