নরসিংদীর সড়কে ঝরল ৬ প্রাণ

ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ

প্রকাশ | ২৭ অক্টোবর ২০২৪, ০০:০০

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা -ফোকাস বাংলা
নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন। তারা সবাই সিএনজি চালিত অটোরিকশাটির আরোহী ছিলেন। শনিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনোহরদী উপজেলার চকবগাদী এলাকার সমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), শিবপুরের বৈলাব এলাকার মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), রায়পুরার মির্জারচর এলাকার মোস্তফা (৪৮) এবং শিবপুরের সাতপাড়া এলাকার রহির ছেলে ও অটোরিকশার চালক শাহিন (৩৫)। অন্য দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে মালবাহী একটি ট্রাক উপজেলার পচারবাড়ি এলাকার সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের চাপায় সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা ৫ জন যাত্রী ও চালক মারা যান। প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন মোলস্না বলেন, 'দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করছিল। এ সময় সামনের দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় অটোরিকশাটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। পরে আমরা গিয়ে যাত্রীদের বের করার চেষ্টা করি। কিন্তু এমনভাবে ট্রাকের ভেতরে আটকা পড়ে অটোরিকশাটি, টেনে বের করা যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে অটোরিকশা কেটে লাশগুলো বের করে।' নিহত অটোরিকশাচালক শাহিনের আত্মীয় তোফায়েল বলেন, 'যাত্রী নিয়ে ইটাখোলা আসছিল। এরই মধ্যে দুর্ঘটনায় চাচাতো ভাই শাহীন মারা গেছে।' অপর এলাকাবাসী ইউসুফ মোলস্না বলেন, 'সড়কটি নতুন করে সংস্কার করা হয়েছে। দুই পাশে রাস্তা বড় করা হয়েছে। কিন্তু কাজ করার পরও রাস্তার এক অংশে বড় গর্ত। এই গর্তটির কারণে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। গত কিছুদিন আগে এখানে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।' দুর্ঘটনায় মৃতু্যর বিষয়টি নিশ্চিত করে শিবপুর মডেল থানার ওসি আজাল হোসেন বলেন, 'খবর পেয়ে যাত্রীদের লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। লাশগুলো নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দুই জনের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।' বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন জানিয়ে ওসি আফজাল হোসেন বলেন, 'অটোরিকশাটি অপর একটি অটোরিকশাকে পাশ কাটানোর সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকের নীচে চাপা পড়ে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ। পরে ট্রাক চালককেও আটক করা হয়েছে।' এর আগে শুক্রবার সন্ধ্যায় জেলার রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকায় বাসচাপায় সুমা আক্তার (৩০) নামের এক পথচারী নারী নিহত হন। এ সময় তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বাসটি উল্টে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। নিহত সুমা আক্তার মাহমুদাবাদ এলাকার মো. হোসেন মিয়ার স্ত্রী।