যশোরের অভয়নগরে ভ্যান চুরির সঙ্গে জড়িত সন্দেহে ইউসুফ মলিস্নক (২০) নামে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই যুবক অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের শরীফ মলিস্নকের ছেলে। এ ঘটনায় শুক্রবার তার বাবা শরীফ মলিস্নক বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আহম্মদ আলী বেগ নামে এক আসামিকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খার বাড়িসংলগ্ন দোকানের পাশের একটি গাছে ইউসুফ মলিস্নককে দড়ি দিয়ে বেঁধে বাঁশের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে বেদম মারপিট করা হয়। তাকে বাগদাহ গ্রামের বাসিন্দা
আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ তিন-চারজন মিলে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। ওই নির্যাতনের ভিডিও ভাইরাল হলে নেটিজেনরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে নির্যাতিত যুবক ইউসুফের বাবা শরীফ বলেন, ছেলেকে উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করেছে বাগদাহ গ্রামের বাসিন্দা আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ তিন-চারজন। আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। সে চুরি করবে কিভাবে। দোষীদের শাস্তির দাবিতে অভয়নগর থানায় মামলা করেছি।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। নির্যাতিত যুবকের বাবা এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে একজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এমন জঘন্য কার্যক্রমের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।