বিএনপির সঙ্গে সমমনাদের বৈঠক

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে একমঞ্চে থাকার সিদ্ধান্ত

প্রকাশ | ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
ফ্যাসিবাদের বিরুদ্ধে এক পস্ন্যাটফর্ম বা একমঞ্চে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ সমমনারা। এই মঞ্চ থেকেই বৃহৎ আকারে মিটিং কিংবা একক স্টেটমেন্ট দেওয়ার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে সমমনারা। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট '১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে' এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এই দুটি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রমতে, দেশে বিভিন্ন ইসু্যতে অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সরকারকে আরও বেশি কঠোর হওয়ার জন্য পরামর্শ দেওয়ার পক্ষে বিএনপিসহ সমমনারা একমত হয়। একই সঙ্গে নিজেরাও সজাগ এবং সতর্ক থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়। যাতে সাংবিধানিক সংকট দেখা না দেয়। এজন্য দ্রম্নত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে তাগিদ দেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। বৈঠকে রাষ্ট্রপতিকে অপসারণের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সংকট সৃষ্টির চেষ্টার বিষয়ে আলোচনা হয় বলে সূত্র জানায়। বলা হয়, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে এবং হবে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, জুলাই-আগস্টের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সময় আমাদের যে ঐক্য, সেই ঐক্যকে আরও বেশি দৃঢ়তর করে এই মুহূর্তে নতুন নতুন যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে- নতুন নতুন যে সমস্যা ও বিতর্কের যে সৃষ্টি হচ্ছে- তার মোকাবিলা আমরা করতে চাই। বিভিন্ন দাবি-দাওয়ার ইসু্য তৈরি করে সারাদেশে অরাজকতার যে প্রবণতা, তাকে আমরা সচেতনভাবে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মওলানা আবদুর করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজোঁ কমিটির নেতারা। বৈঠকে জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি মো. আবু তাহের, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার চেয়ারম্যান এস এম শাহাদাত, গণদলের মহাসচিব আবু সৈয়দ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক প্রমুখ উপস্থিত ছিলেন।