শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

যাযাদি রিপোর্ট
  ২৫ অক্টোবর ২০২৪, ০০:০০
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় একটি হত্যাকান্ডের অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, মোহাম্মদপুর

থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

সরকার পতনের পর গ্রেপ্তার অভিযানের মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নেতাদের বেশির ভাগ আত্মগোপনে রয়েছেন। কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য জাকির হোসেনও সেই থেকে প্রকাশ্যে দেখা যায়নি।

সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে এর আগে গত ১১ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরুর তথ্য জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কমিশনের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার কথা সেদিন বলা হয়েছিল।

নবম ও একাদশ সংসদের নির্বাচিত সংসদ সদস্য জাকির হোসেন দ্বাদশ সংসদে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। একাদশ সংসদে জয়ী হওয়ার পর ২০১৯ সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে