বিশ্বের শীর্ষ ১০ জনবহুল শহরের মধ্যে ঢাকার অবস্থান পঞ্চম
প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
বিশ্বের জনসংখ্যা ২০২২ সালের ১৫ নভেম্বর ৮০০ কোটির মাইলফলক স্পর্শ করে। একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে মানুষ শহরমুখী হচ্ছে। এর ফলে শহরগুলো ব্যাপকভাবে জনবহুল হয়ে পড়ছে। কিন্তু অধিকাংশ শহরে মানুষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না নাগরিক সুযোগ-সুবিধা। গত জানুয়ারিতে বিশ্বের শীর্ষ ১০ জনবহুল শহরের একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি সায়েন্স ফোকাস সাময়িকী। এতে শহরগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।
এই ১০ শহরের মধ্যে ৭টিই এশিয়ার। ভারত, চীন ও জাপানে রয়েছে দুটি করে শহর। বাংলাদেশের রাজধানী ঢাকাও আছে এই তালিকায়। উল্টোক্রমে শহরগুলো একনজরে দেখে নেওয়া যাক-
১০. ওসাকা : জাপানের ওসাকা শহরের বাসিন্দা ১ কোটি ৯২ লাখ।
৯. বেইজিং : চীনের রাজধানী বেইজিং বিশ্বের প্রাচীনতম শহরগুলোর একটি। চীনের দ্বিতীয় বৃহত্তম শহরটির বাসিন্দা ১ কোটি ৯৪ লাখ।
৮. মুম্বাই : সাতটি দ্বীপ নিয়ে ভারতের মুম্বাই শহর গঠিত। ২ কোটি ১ লাখ মানুষের এই শহরের সামগ্রিক আবাসনসহ অন্যান্য নাগরিক সুবিধা নিম্নমানের।
৭. ঢাকা : বাংলাদেশের রাজধানী শহরটি দ্রæতগতিতে বাড়ছে। চারদিকে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবনের ছড়াছড়ি। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে জড়িত এ শহরের বাসিন্দার সংখ্যা প্রায় ২ কোটি ২ লাখ।
৬. কায়রো : উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত দেশটির এই শহরের বাসিন্দাসংখ্যা ২ কোটি ৪ লাখ।
৫. মেক্সিকো সিটি : মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২৪০ মিটার উঁচুতে। মেক্সিকো সিটির বর্তমান জনসংখ্যা ২ কোটি ১৬ লাখ।
৪. সাও পাওলো : একদিকে চরম দারিদ্র্য, অন্যদিকে ধনসম্পদের চাকচিক্য। এই বৈশিষ্ট্যের জন্য ব্রাজিলের সাও পাওলো শহরটি বিশেষভাবে পরিচিত। এই বাণিজ্যকেন্দ্রটিতে যেমন আকাশচুম্বী ভবন আছে, তেমনি আছে বস্তিও। শহরটির জনসংখ্যা ২ কোটি ১৮ লাখ।
৩. সাংহাই : চীনের ইয়াংজি নদীর দক্ষিণ মোহনায় অবস্থিত সাংহাই একসময় ছিল ছোট একটি গ্রাম। তখন এটি জেলেদের গ্রাম হিসেবেই পরিচিত ছিল। পরে চীনের বৃহত্তম শহরে পরিণত হয় সাংহাই। শুধু তা-ই নয়, এটি বিশ্বের বৃহত্তম শহরগুলোর একটি। এই শহরে ২ কোটি ৬৩ লাখ মানুষের বসবাস।
২. নয়াদিল্লি : ভারতের রাজধানী শহর নয়াদিল্লি। জনসংখ্যার দিক দিয়ে নয়াদিল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। নয়াদিল্লিতে ২ কোটি ৯৩ লাখ মানুষ বাস করে। দুই হাজার বছরের বেশি সময় আগে শহরটির গোড়াপত্তন হয়েছিল।
১. টোকিও : জাপানের রাজধানী টোকিও। এটি বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। টোকিওতে ৩ কোটি ৭৪ লাখ মানুষ বাস করে।