শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ভারতকে হারিয়ে গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপ
ক্রীড়া প্রতিবেদক
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
ভারতকে হারিয়ে গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার প্রত্যাশা নিয়ে নেপাল গিয়েছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করাতে গ্রম্নপ পর্বে ভারতের বিপক্ষের ম্যাচটি হয়ে দাঁড়ায় খুবই গুরুত্বপূর্ণ। বুধবার নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হয় সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। যে ম্যাচে ভারতকে ৩-১ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের মেয়েরা।

এই জয়ে দুই ম্যাচে এক জয় আর এক ড্র'তে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রম্নপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে গ্রম্নপের রানার্স আপ হয়েছে ভারত। তারাও নিশ্চিত করেছে শেষ চার। গ্রম্নপের অন্য দল পাকিস্তান ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

দীর্ঘ সময় কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে থাকা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এবারই প্রথম নতুন কোনো কোচের অধীনে সাফে অংশ নিচ্ছে। তাই এই টুর্নামেন্ট একদিকে যেমন সাবিনাদের জন্য চ্যালেঞ্জ তেমনি তাদের কোচ পিটার বাটলারের জন্যও ছিল বড় পরীক্ষা। প্রথম ম্যাচে ড্র দ্বিতীয় ম্যাচে শক্তিধর ভারত প্রতিপক্ষ হওয়াতে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কাও ছিল। তবে অন্যদিকে ছিল গ্রম্নপ চ্যাম্পিয়ন আর সেমিফাইনালে নাম লেখানোর হাতছানিও। শেষ চারে নাম লেখানোর সমীকরণটা খুব কঠিনও ছিল না বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে ১ পয়েন্ট অর্জন, সেটি না হলেও অন্তত (৩-০) গোলের বেশি ব্যবধানের হার এড়ানো। তবে কোচ পিটার বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ভারতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। যদিও ম্যাচের আগে বাংলাদেশের কোচ-খেলোয়াড় দ্বন্দ্বের বিষয়টিও উঠে এসেছিল গণমাধ্যমে। তবে সব কিছু ছাপিয়ে সাবিনারা হয়তো ম্যাচেই ছিলেন বেশি মনযোগী। বুধবার তাই ম্যাচ শুরুর ১৮ মিনিটের মধ্যেই লিড নেয় লাল-সবুজরা। বাঁ প্রান্ত থেকে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার বক্সে

জটলার মধ্যে হেড নিয়েও মিস করেন এক সতীর্থ। তবে বল পেয়ে যান বক্সের ডান প্রান্তে দাঁড়িয়ে থাকা আফেইদা খন্দকার। বল বুঝে নিয়ে ডান পায়ে জালে জড়িয়ে দেন আফেইদা (১-০)। ২৯ মিনিটে বা প্রান্ত থেকে বাংলাদেশের ঋতুপর্ণার দারুণ এক ক্রস ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। ডান পোস্টের কাছে দাঁড়িয়ে থাকা অভিজ্ঞ ফরোয়ার্ড তহুরা খাতুন বুক দিয়ে বল পাঠিয়ে দেন ভারতের জালে (২-০)। ৪২ মিনিটে বক্সের ভেতর নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করতে থাকেন সামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র। বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন তহুরা খাতুন। ম্যাচের ধারার বিপরীতে ৪৩ মিনিটে একটি গোল শোধ করে ভারত। ডান প্রান্ত থেকে করা ভারতের একটি আক্রমণ রুখে দিতে চেষ্টা করেছিলেন বাংলাদেশি গোলরক্ষক রূপনা চাকমা। কিন্তু বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। রূপনার হাত ফস্কে যাওয়া বল সাইডে দাঁড়িয়ে থাকা ভারতীয় অধিনায়ক বালা দেবী হেডে পাঠিয়ে দেন বাংলাদেশের জালে (৩-১)। তবে প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় সাবিনা-তহুরারা। দ্বিতীয়ার্ধে দুই দল বেশ লড়াই করলেও গোল আদায় করতে পারেনি। ভারত ইনজুরি টাইমের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও আর পরাস্ত করতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমাকে। রেফারি শেষ বাঁশি বাজালে উলস্নাসে মাতে লাল-সবুজের বাঘীনিরা। গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হবার পথে গ্রম্নপ পর্বে ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবারও বাংলাদেশের সঙ্গে পেরে উঠেনি ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে