শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
আলাদা বিশ্ববিদ্যালয় দাবি

তিন ঘণ্টা পর সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা

যাযাদি ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০
বুধবার আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলন করেন সাত কলেজের শিক্ষার্থীরা -ফোকাস বাংলা

আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৩ ঘণ্টা পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সড়ক ছেড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শেষে শনিবার পর্যন্ত আলটিমেটাম দিয়ে কর্মসূচি শেষ করেন তারা। এতে নিউমার্কেট এলাকার সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বিক্ষোভ শেষে ঢাকা কলেজের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহমান বিকাল পৌনে ৩টার দিকে কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আমরা সাত কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার ক্যাম্পাসে ক্যাম্পাসে গণসংযোগ করব। শুক্রবার কোনো ধরনের কর্মসূচি নেই। শনিবার পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসার জন্য অপেক্ষা করে বিকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে দুপর ১২টার দিকে ঢাকা কলেজ থেকে শুরু হয়ে কয়েকশ' শিক্ষার্থীকে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর সেখান থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে যান। এরপর সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত মিছিল করে বিক্ষোভকারী শিক্ষার্থীরা ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ফলে নিউমার্কেট এলাকার সড়কগুলোয় যানজট দেখা দেয়।

এ সময় শিক্ষার্থীরা 'অধিভুক্ত বাতিল করো, সাত কলেজ স্বাধীন করো', 'দফা এক দাবি এক, অ্যাফিলিয়েটেড নট কাম ব্যাক', 'আর নয় সংস্কার, এবার চাই অধিকার', 'শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা', 'টু জিরো টু ফোর, অ্যাফিলিয়েটেড নো মোর', 'ঢাবির প্রহসন, মানি না মানবো না'- বিভিন্ন সেস্নাগান দেন।

এর আগে ২১ অক্টোবর রাজধানীর ঢাকা কলেজের সামনে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা একই দাবি পূরণে অবস্থান কর্মসূচি পালন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে