সচিবালয়ে ঢুকে বিক্ষোভ আটক অর্ধশতাধিক

এইচএসসির ফল পুনর্মূল্যায়ন দাবি

প্রকাশ | ২৪ অক্টোবর ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা ফল বাতিলের দাবিতে বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন। এ সময় ৫৩ জনকে আটক করে পুলিশ -ফোকাস বাংলা
এইচএসসির ফল পুনর্মূল্যায়ন চেয়ে এবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী। তবে পুলিশ তাদের ধাওয়া ও লাঠিপেটা করে সচিবালয় এলাকা থেকে সরিয়ে দেয়। পরে সেখান থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়। বুধবার দুপুর ২-৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে 'আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই', 'উই ওয়ান্ট জাস্টিস', 'মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই' ইত্যাদি স্স্নোগান দেন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। এ সময় তাদের লাঠিপেটাও করতে দেখা যায়। বিকাল ৪টার দিকে শিক্ষার্থীরা পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে যান। এর মধ্যে সচিবালয়ের ভেতর আটকা পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে অর্ধশতাধিকের মতো শিক্ষার্থীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ইসরাইল হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, 'আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যা যা করণীয়, আমরা তাই করব।' রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম \হসংবাদমাধ্যমকে বলেন, 'সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় মোট ৫৪ জনকে আটক করা হয়েছে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতর ঢুকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা দিনভর বোর্ডের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে রাতে পদত্যাগের ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তবে ওইদিন হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়।