শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

কক্সবাজারের পাহাড়ে অপহরণকারীদের টর্চার সেল

কক্সবাজার প্রতিনিধি
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
কক্সবাজারের পাহাড়ে অপহরণকারীদের টর্চার সেল

কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকসহ স্থানীয় মানুষদের অপহরণ ও ছিনতাইকারী চক্রের টর্চার সেলের সন্ধান পেয়েছেনর্ যাব সদস্যরা। সোমবার মধ্যরাতে জেলা শহরের পুরনো জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে অবস্থিত ওই সেলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করের্ যাব।

আটকরা হলেন- কক্সবাজার শহরের ঘোনারপাড়ার বান্টু দাশের ছেলে উজ্জ্বল দাশ (২৮), একই এলাকার মৃত বিমল দে'র ছেলে উৎপল দে (২৯), মৃত দুলাল ধরের ছেলে বিধান ধর (৩০) ও কাজল রুদ্রের ছেলে অন্তর রুদ্র (২২)।

র্

যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, 'শহরের পুরনো জাদিরাম বৌদ্ধ বিহারের পাহাড়ে পরিত্যক্ত একটি বাড়িকে আস্তানা বানিয়ে দুর্বৃত্তদের একটি দল দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়দের অপহরণ, ছিনতাই ও মুক্তিপণ আদায় করে আসছিল বলে খবর পায়র্ যাব। সোমবার মধ্যরাতের্ যাবের একটি দল তাদের ওই আস্তানায় অভিযান চালায়। এ সময়র্ যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়। পরে আস্তানাটিতে তলস্নাশি চালিয়ে একটি কিরিচ, তিনটি ছোরা, দুটি পস্নাস্টিকের লাঠি, একটি লম্বা রশি ও তিনটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

র্

যাবের কর্মকর্তা আরও বলেন, 'আটককৃতরা তাৎক্ষণিক স্বীকারোক্তি দেন- তারা দীর্ঘদিন ধরে পুরনো বাড়িটি আস্তানা বানিয়ে পর্যটকসহ সাধারণ মানুষকে আপহরণ ও ছিনতাই এবং জিম্মি করে মুক্তিপণ আদায় করত। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে