শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে এক দিনে ৭ মৃতু্য, হাসপাতালে ভর্তি ১১৩৯

গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীর মৃতু্য
যাযাদি ডেস্ক
  ২৩ অক্টোবর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে এক দিনে ৭ মৃতু্য, হাসপাতালে ভর্তি ১১৩৯

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও সাতজনের মৃতু্যর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময় সারাদেশে এক হাজার ১৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন,

\হখুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রয়েছেন।

চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৫৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক তিন শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক সাত শতাংশ নারী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃতু্য হয়েছে। চলতি বছরের এ যাবৎ ডেঙ্গুতে মারা গেছেন ২৫৭ জন।

গাজীপুরে ডুয়েট শিক্ষার্থীর মৃতু্য

গাজীপুর প্রতিনিধি জানান, সোমবার রাতে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) আল আমিন নামে এক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃতু্য হয়।

মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীরা জানান, কয়েকদিন ধরেই ডুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পর সোমবার রাত ১০টার দিকে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর রাত সোয়া ২ টার দিকে তিনি মারা যান।

আল আমিন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

\হ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে