বিশেষ উদ্দেশ্য প্রণোদিত জয়নুল আবেদীন

প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪, ১২:২৯

যাযাদি ডেস্ক
জয়নুল আবেদীন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না পাওয়ার বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি সংবাদমাধ্যমকে যে বক্তব্য দিয়েছেন, তাকে 'বিশেষ উদ্দেশ্যপ্রণোদিত' বলে দাবি করেছেন বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। দৈনিক মানবজমিন পত্রিকার একটি ম্যাগাজিনে সম্পাদক মতিউর রহমান চৌধুরীর এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসার পর তুমুল আলোচনার মধ্যে সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি। তিনি বলেন, \হ'রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তার এ ভাষণ সারাদেশের মানুষ শুনেছেন। রাষ্ট্রপতি নিজে প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়িয়েছেন। এখন তিনি বলছেন, শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই। আমি বলব, রাষ্ট্রপতি সরকার গঠনের দুই মাস পরে বিশেষ উদ্দেশ্য নিয়ে এ কথা বলেছেন। রাষ্ট্রপতি অসত্য বলেছেন।' মতিউর রহমান চৌধুরীর ওই লেখা প্রকাশ হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রপতিকে অপসারণের দাবি করছে। সংবিধানের প্রথম পরিচ্ছেদের ৫৩ (১) ধারায় বলা হয়েছে, শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে পদ থেকে অপসারণ করা যাবে। তবে সেজন্য সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। তবে রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সংবিধানে যে অভিশংসনের কথা লেখা আছে, সেটি এখন কার্যকর নয় এই কারণে যে সংসদ এখন কার্যকর নয়। বিএনপি নেতা জয়নুল আবেদীন অবশ্য অপসারণের প্রসঙ্গে যেতে চাননি। তিনি বলেন, 'যেহেতু রাষ্ট্রপতির পদে থেকে তিনি ''অসত্য'' কথা বলেছেন, তাই দেশের মানুষ মনে করেন তার পদত্যাগ করা উচিত।'