মীমাংসিত বিষয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান রাষ্ট্রপতির
আলোচনায় হাসিনার পদত্যাগ
ছাত্র-জনতার অভু্যত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কি না- বিষয়টি নিয়ে আলোচনার শেষ নেই। সেদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেছিলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।' এর মধ্যে গত ১৯ অক্টোবর মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, শেখ হাসিনা পদত্যাগ করেছেন বিষয়টি তিনিও শুনেছেন। তবে তার কাছে এসংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। তবে সাহাবুদ্দিন এ-ও বলেন, 'এ বিষয়ে আর বিতর্কের সুযোগ নেই। শেখ হাসিনা চলে গেছেন এবং এটাই সত্য।' রাষ্ট্রপতির এ বক্তব্য আলোচনা আরও উসকে দিয়েছে। আলোচিত এই বিষয় নিয়ে সোমবার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, রাজনীতিক ও সমন্বয়ক। যা পাঠকের জন্য নিচে তা তুলে ধরা হলো :
প্রকাশ | ২২ অক্টোবর ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
বাংলাদেশের ক্ষমতাচু্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইসু্যতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য ঘিরে গণমাধ্যমে যে আলোচনা তৈরি হয়েছে, তা নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রপতির প্রেস উইং।
'মীমাংসিত বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করার জন্য', রাষ্ট্রপতি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
সোমবার রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, 'সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইসু্যতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পস্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপস্নবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্র্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-
০১/২০২৪ এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ই আগস্ট, ২০২৪ এর আদেশে প্রতিফলিত হয়েছে'।
বিবৃতিতে বলা হয়, 'সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি গত ৮ই আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়ার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ এই মতামত দিয়েছিলেন।'
'তাই মীমাংসিত এই বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি করে অন্তর্র্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত করা থেকে বিরত থাকতে রাষ্ট্রপতি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।'
সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদকের কাছে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দাবি করেছেন, শেখ হাসিনা ৫ই আগস্ট তার কাছে পদত্যাগপত্র দিয়ে যাননি। সোমবার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার পরে দেশজুড়ে আলোচনা শুরু হয়।
এ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই ব্যাখ্যা দেওয়া হলো।