মধুসূদন দত্তের জন্মবার্ষিকী সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজনের সিদ্ধান্ত

প্রকাশ | ২১ অক্টোবর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে এবারও সাত দিনব্যাপী মধুমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত বছর নয় দিনব্যাপী মেলা হলেও এ বছর দুই দিন কমিয়ে মধুমেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামী বছর ২৪ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে। ৩০ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। জেলা প্রশাসনের অমিত্রাক্ষর সভাকক্ষে মধুকবির জন্মবার্ষিকী উপলক্ষে শনিবারের প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। সুস্থ ও সুন্দর পরিবেশে মেলা আয়োজনের জন্য এবারও মেলা ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশে যে কয়টি মেলা হয় তার মধ্যে মধুমেলা অন্যতম বড় আয়োজন। এই মেলার ভাবগাম্ভীর্য অনেক ওপরে। যে কারণে মেলার উদ্বোধন ঘোষণার জন্য সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানানো হোক। এছাড়া যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে যশোরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। সে বিষয়ে মেলার মাধ্যমে সরকারের কাছে উপস্থাপন করার দাবি জানান বক্তারা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক তৌহিদ জামান, মনিরুল ইসলাম, আকরামুজ্জামান, জুয়েল মৃধা, এস আর সাঈদ প্রমুখ।